ফের বেড়েছে অ্যারাবিকা কফির দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৬ ১৪:৩২:২৫
এক মাসের সর্বনিম্নে নামার পর ফের বেড়েছে অ্যারাবিকা কফির দাম।মূলত নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাব বৈশ্বিক অর্থ ব্যবস্থাকে আবারো বিপর্যয়ের মুখে ঠেলে দেয়ার যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা কমে যাওয়ায় পণ্যটির দাম কমেছে।
মঙ্গলবার ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি পাউন্ড কফির দাম ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি পাউন্ডের মূল্য স্থির হয়েছে ২ ডলার ২৬ সেন্টে। এর আগে সোমবার পণ্যটির দাম এক-দেড় মাসে সর্বনিম্নে নেমে গিয়েছিল। এছাড়া সরবরাহ সংকটের কারণে ২০২১ সালে অ্যারাবিকা কফির গড় দাম ৭৬ শতাংশ বেড়েছে।
অন্যদিকে একই দিন মার্চে সরবরাহ চুক্তিতে রোবাস্তা কফির দাম ১ দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৩২৮ ডলারে। গত বছর পণ্যটির গড় দাম বেড়েছে ৭১ শতাংশ।
সানবিডি/এনজে