বইমেলায় ইকবাল খন্দকার নতুন ১০ বই
প্রকাশ: ২০১৬-০২-১০ ১৮:২২:৪২
কথাসাহিত্যিক ও টিভি উপস্থাপক ইকবাল খন্দকারের লেখা নতুন ১০টি বই প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। এই ১০টি বইয়ের মধ্যে ৩টি বই বড়দের উপযোগী, আর বাকি ৭টি কিশোরদের উপযোগী। বড়দের উপযোগী একটি বইয়ের নাম ‘তুমি ছাড়া একলা আমি’। রোমান্টিক ধাঁচের এই উপন্যাসটি প্রকাশ করেছে বর্ষা দুপুর প্রকাশনী। ‘ছুঁয়ে দাও বালিকা’ উপন্যাসটির প্রকাশক দেশ পাবলিকেশন্স। মেধা পাবলিকেশন্স প্রকাশ করেছে ‘একটি বেওয়ারিশ লাশ’ নামের গল্পের বইটি।
এবার কিশোরদের উপযোগী ৭টি বইয়ের প্রসঙ্গ। তাম্রলিপি থেকে প্রকাশিত হয়েছে ‘ক্লাস লিডার’ উপন্যাসটি। কথাপ্রকাশ থেকে বের হয়েছে দুটি উপন্যাস। এরমধ্যে একটি ভৌতিক, অন্যটি গোয়েন্দা। ভৌতিক উপন্যাসটির নাম ‘অভিশপ্ত স্টেশন’। আর গোয়েন্দা উপন্যাসটির নাম ‘রহস্যময় গোয়েন্দা’।
অনিন্দ্য প্রকাশ থেকে বের হয়েছে গল্পের বই ‘ভুতুড়ে বটগাছ’। জয়তী প্রকাশনী প্রকাশ করেছে থ্রিলার উপন্যাস ‘ভয়ঙ্কর ডাকুবাড়ি’। আরো একটি থ্রিলার উপন্যাস প্রকাশ করেছে কলি প্রকাশনী। নাম ‘দুর্ধর্ষ মুখোশধারী’। আর রম্যগল্পের বই ‘গড়াগড়ি হাসি’ প্রকাশ করেছে আদিগন্ত প্রকাশন।
বই সর্ম্পকে লেখক কথাসাহিত্যিক ও টিভি উপস্থাপক ইকবাল খন্দকার সানবিডি২৪.কমকে বলে পাঠকদের ভালবাসাই আমাকে প্রতি বছর বইমেলায় নতুন বই প্রকাশের অনুপ্রেরণা যোগায়। পাঠকরা আমাকে খুব ভালবাসে তাই তাদের তাদের ভালবাসা মান রাখতে বইমেলায় আসি।
তিনি বলেন, এ মেলায় আমার সব বই ভাল চলছে তবে তাম্রলিপি থেকে প্রকাশিত ‘ক্লাস লিডার’ বর্ষা দুপুর থেকে প্রকাশিত ‘তুমি ছাড়া একলা আমি’, কথা প্রকাশ থেকে প্রকাশিত ভৌতিক উপন্যাস ‘অভিশপ্ত স্টেশনের বেশি সারা পাচ্ছি।
এই লেখক আরো বলেন, লেখকদের ভালবাসা থাকলে সাহিত্যের মাঠে আমার পথচলা বেগবান থাকবে।
এবার ১০টি বইয়ের আলাদা আলাদা সারমর্ম প্রদান করা হলো:-
১.‘তুমি ছাড়া একলা আমি’
(বিয়োগান্তক রোমান্টিক উপন্যাস)
প্রকাশক: বর্ষা দুপুর
প্রচ্ছদ: আহমেদ ফারুক
মূল্য: ২০০ টাকা।
কাহিনী সংক্ষেপ: ধনীর দুলালী হৃদি অপহৃত হয় দিনে-দুপুরে। তাকে উদ্ধারের জন্য মাঠে নামে পুলিশ। কল লিস্টের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় নোমানকে। কে এই নোমান? অপহরণকারীরা পঞ্চাশ কোটি টাকা মুক্তিপণ দাবি করে হৃদির বাবার কাছে। বাবা যখন মুক্তিপণ দেওয়ার প্রস্তুতি নেন, তখনই অবিশ্বাস্য এক সত্য আবিষ্কার করে পুলিশ। কী সেই সত্য? কেমন সেই সত্য? ভয়াবহ একটি দুঃসংবাদ আসে গ্রাম থেকে। তৎক্ষণাৎ গ্রামে ছুটে যায় নোমান। ছুটে যায় হৃদিও। কিন্তু হৃদি কেন যাবে? কিসের টানে? কিসের মায়ায়? আর কেনই বা রক্তাক্ত হবে নোমান?
২.‘ছুঁয়ে দাও বালিকা’
(থ্রিলারধর্মী রোমান্টিক উপন্যাস)
প্রকাশক: দেশ পাবলিকেশন্স
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য: ১৫০ টাকা।
কাহিনী সংক্ষেপ: মুনিয়াকে বিয়ে করতে চায় মিল্টন। কিন্তু মিল্টনের নাম শুনলেই বিরক্তিতে গা জ্বলে যায় মুনিয়ার। বিশেষ একটি ঘটনার পর মিল্টনের প্রতি দুর্বল হতে থাকে সে। কী সেই ঘটনা? বিয়ের দিন-তারিখ পাকা হয় মিল্টন আর মুনিয়ার। নির্দিষ্ট দিনে নববধূর সাজে সেজে মিল্টনের জন্য অপেক্ষা করে মুনিয়া। কিন্তু গভীররাত পর্যন্ত অপেক্ষার পরও যখন মিল্টন আসে না, তখন অস্থির হয়ে ওঠে সে। প্রায় মধ্যরাতে একটি চিঠি আসে মুনিয়ার কাছে। মুহূর্তেই উলটপালট হয়ে যায় মুনিয়ার স্বপ্নের পৃথিবী। কার চিঠি এটা? কী লেখা ছিল এই চিঠিতে? পরদিন একটি দুঃসংবাদ আসে হাসপাতাল থেকে। মুনিয়া ছুটে যায় হাসপাতালে। তারপর…
৩.‘একটি বেওয়ারিশ লাশ’
(বড়দের উপযোগী ছোটগল্প)
প্রকাশক: মেধা পাবলিকেশন্স
প্রচ্ছদ: আহমেদ ফারুক
মূল্য: ১৫০ টাকা।
কাহিনী সংক্ষেপ: ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি যৌনপল্লী। নিহত হয় পঁচিশজন যৌনকর্মী। তাদের লাশ সারি বেঁধে রাখা হয় রাস্তায়। টিভি রিপোর্টাররা সংবাদ সরবরাহের জন্য ছুটে যায় ঘটনাস্থলে। সন্ধ্যার আগেই চব্বিশটি লাশ হস্তান্তর করা হয়ে যায় স্বজনদের কাছে। থেকে যায় কেবল একটি লাশ। এই লাশটির মুখের কাপড় যখন সরানো হয়, তখন চিৎকার করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় এক টিভি রিপোর্টার। কেন? যৌনকর্মীর জন্য কিসের মায়া এই রিপোর্টারের? সিদ্ধান্ত নেওয়া হয় লাশটি দাফন করা হবে বেওয়ারিশ লাশ হিসেবে। হঠাৎ…
৪.‘ক্লাস লিডার’
(কিশোর উপন্যাস)
প্রকাশক:তাম্রলিপি
প্রচ্ছদ: আহমেদ ফারুক
মূল্য: ২০০ টাকা।
কাহিনী সংক্ষেপ: স্কুলজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কারণ ক্লাসরুমে বাঘ ঢুকেছে। ইয়া বড় বাঘ। হেডস্যার থানায় ফোন করেন। একদল পুলিশ আসে। দারোগা বন্দুক তাক করেন বাঘটার দিকে। হঠাৎ এই স্কুলেরই ছাত্র ফাহাদ ছুটে যায় বাঘটার কাছে। তারপর…বিশেষ একটি কারণে ক্লাসের সবাই ফাহাদকে ‘ক্লাস লিডার’ উপাধি দেয়। কী সেই কারণ? এই ফাহাদকেই মেরে হাত-পা ভেঙে দিতে চায় আবরার এবং তার বন্ধুরা। রাস্তার পাশে ঝোপের ভেতরে ওঁৎ পেতে বসে থাকে তারা। তারপর…
৫.‘অভিশপ্ত স্টেশন’
(ভৌতিক উপন্যাস)
প্রকাশক: কথাপ্রকাশ
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য: ১৫০ টাকা
কাহিনী সংক্ষেপ: বহু বছরের পুরনো একটি রেলস্টেশন। এই স্টেশনের দোকানদার কাশেম মিয়া। একদিন গভীররাতে দোকানে শুয়ে ছিল সে। হঠাৎ কেউ তার নাম ধরে ডাক দেয়। কাশেম মিয়া দরজা খুলে বাইরে বের হয়। চারদিক তখন অন্ধকার। নীরব, নিস্তব্ধ। সে কাউকে দেখতে পায় না। এসময় স্টেশনের অদূরে গোলাকার একটা আলো দেখা যায়। কাশেম মিয়া আলোটার দিকে তাকাতেই দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে চুপ করে। পরনে কাফনের মতো ধবধবে সাদা পোশাক। আর মুখ অন্যদিকে ফেরানো। কাশেম জিজ্ঞেস করেÑকে? কোনো উত্তর আসে না। কাশেম মিয়া এগিয়ে যায় লোকটার দিকে। হঠাৎ নিভে যায় আলোটা। তারপর…
৬.‘রহস্যময় গোয়েন্দা’
(গোয়েন্দা উপন্যাস)
প্রকাশক: কথাপ্রকাশ
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য:১৫০ টাকা।
কাহিনী সংক্ষেপ: হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় সোহাগ। কোথাও পাওয়া যায় না তাকে। এরমধ্যে অপরিচিত নাম্বার থেকে একজন ফোন করে বলে, সোহাগকে জীবিত পেতে চাইলে পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে। টাকা যোগাড় করা হয়। নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় টাকার ব্যাগ। আর চারপাশ ঘিরে রাখে পুলিশ। আবারও ফোন আসে সেই অপরিচিত নাম্বার থেকে। বলেÑসঙ্গে পুলিশ নিয়ে আসার অপরাধে আপনাদের ছেলেকে গুলি করে মেরে ফেলা হলো। গুলির শব্দ শোনা যায় মোবাইলে। পুলিশ লাশ উদ্ধারের অভিযানে নামে। আর ভিন্ন এক উদ্দেশ্য নিয়ে মাঠে নামে রহস্যময় গোয়েন্দা। কী সেই উদ্দেশ্য? কী হয় শেষ পর্যন্ত?
৭.‘ভয়ংকর ডাকুবাড়ি’
(থ্রিলার উপন্যাস)
প্রকাশক: জয়তী
প্রচ্ছদ: আহমেদ ফারুক
মূল্য: ১৫০ টাকা।
কাহিনী সংক্ষেপ: রহস্যময় এবং ভয়ংকর একটি বাড়ি। নাম ডাকুবাড়ি। এই বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হয় না। কেউ যদি ভুল করে ঢুকে পড়ে, সে আর ফেরত আসে না। এই বাড়ির সদস্যরা খুন করে যায় একের পর এক। পুলিশ জামিলকে বলে ডাকুবাড়ির ভেতরের গোপন খবর সংগ্রহ করার জন্যে। একদিন জামিল গাছে উঠে দেখতে পায় ডাকুবাড়ির বারান্দায় গোল হয়ে বসে আছে দুর্ধর্ষ চেহারার কিছু মানুষ। কিছুদিন পর কবির নামের একজন ডাকুবাড়ি থেকে পানি আনতে গিয়ে ধরা পড়ে ডাকুদের হাতে। ডাকুরা তাকে মৃত ভেবে জঙ্গলে ফেলে দিলেও ভাগ্যের জোরে বেঁচে যায় সে। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। গভীররাতে হাসপাতাল থেকে কবিরকে ছিনিয়ে আনতে যায় মুখোশধারী ডাকুরা। এদিকে ডাকুবাড়ির গোপন খবর পুলিশকে দেওয়ার অপরাধে ডাকুরা যায় জামিলকে জবাই করে হত্যা করতে। শেষ পর্যন্ত কী হবে জামিলের? কবিরেরই বা কী হবে?
৮.‘ভুতুড়ে বটগাছ’
(গল্পের বই)
প্রকাশক: অনিন্দ্য প্রকাশ
প্রচ্ছদ: আহমেদ ফারুক
মূল্য: ১৫০ টাকা।
কাহিনী সংক্ষেপ: খেলার মাঠের পাশে বহুবছর ধরে দাঁড়িয়ে আছে একটা বটগাছ। সবাই জানত গাছটি অন্যান্য গাছের মতোই সাধারণ। কিন্তু…একদিন খেলতে নামার আগে গায়ের শার্ট খুলে বটগাছটার গোড়ায় রাখে পাভেল। তারপর সন্ধ্যা নেমে আসে। খেলা শেষ হয়। পাভেল শার্টের জন্য বটগাছটার গোড়ায় আসে। দেখে শার্ট নেই। অনেক খোঁজাখুঁজির পরও শার্টটা না পেয়ে বাড়ির দিকে পা বাড়ায় পাভেল। রাস্তায় তার দেখা হয় রহস্যময় এক মহিলার সঙ্গে। মহিলার পরনে সাদা শাড়ি, হাতে সাদা লাঠি। এরপর ঘটতে থাকে ভুতুড়ে সব ঘটনা।
৯.‘দুর্ধর্ষ মুখোশধারী’
(থ্রিলার উপন্যাস)
প্রকাশক: কলি প্রকাশনী
প্রচ্ছদ: আহমেদ ফারুক
মূল্য: ১৫০ টাকা।
কাহিনী সংক্ষেপ: একদল দুর্ধর্ষ মুখোশধারী ঢুকে পড়েছে গ্রামে। একের পর এক খুন করে চলেছে তারা। তাদের আস্তানায় হামলা করার পরিকল্পনা করে আশরাফ এবং তার বন্ধুরা। কিন্তু এই পরিকল্পনার খবর জেনে ফেলে মুখোশধারীরা। আশরাফের বন্ধুদের মধ্য থেকেই কেউ একজন খবরটা জানিয়ে দেয় তাদের। কে এই বিশ্বাসঘাতক বন্ধু? এই বিশ্বাসঘাতক বন্ধুটিও একদিন খুন হয় মুখোশধারীদের হাতে। খুন হয় এক পুলিশ অফিসারও। হঠাৎ একদিন মুখোশধারীদের আস্তানায় ঢুকে পড়েন বোকা আলকাস ভাই। আলকাস ভাই মুখোশধারীদের বুদ্ধি দেন আশরাফ এবং তার বন্ধুদের পুড়িয়ে মারার জন্য। গভীররাতে মুখোশধারীরা রওনা হয় পেট্রোল নিয়ে। তারপর…
১০.‘গড়াগড়ি হাসি’
(রম্যগল্প)
প্রকাশক: আদিগন্ত প্রকাশন
প্রচ্ছদ: বিপ্লব চক্রবর্তী
মূল্য: ১৫০ টাকা।
কাহিনী সংক্ষেপ: গড়াগড়ি কিন্তু বিভিন্ন কারণে খাওয়া যায়। তবে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মজাই অন্যরকম। খেয়েছো কখনও হাসতে হাসতে গড়াগড়ি? হয়তো খাওনি। কিন্তু এখন থেকে খেতে হবে নিয়মিত। ‘গড়াগড়ি হাসি’ বইয়ের একেকটি গল্প পড়বে, আর একবার করে গড়াগড়ি খাবে। যেহেতু এই বইয়ে ৩০টি রম্য রচনা আছে, অতএব ৩০ বার গড়াগড়ি খেতে হবে। বিশ্বাস না হলে পড়ে দেখতে পারো। তবে আগেভাগেই একটি কথা বলে রাখি। হাসতে হাসতে গড়াগড়ি খেতে গিয়ে যদি ধুলোবালি লেগে জামা-কাপড় নষ্ট হয়, লেখক কিন্তু দায়ী থাকবে না।
সানবিডি/ঢাকা/এসএস