টপটেন গেইনারে বিমা খাতের আধিপত্য
প্রকাশ: ২০১৬-০২-১০ ১৬:২০:৪৯
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনারে আধিপত্য বিস্তার করছে বিমা খাত। এদিন গেইনারে ১০ কোম্পানির মধ্যে ৫টিই বিমা খাতের। আজ এ খাতের নেতৃত্বে ছিল প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ গেইনার তালিকায় থাকা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৪ টাকা ৭ পয়সা বা ১০ শতাংশ। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন করে ৫১ টাকা ৭০ পয়সা দরে। এদিন ৮১৯ বারে কোম্পানিটির লেনদেন হয়েছে ৭ লাখ ৯৪ হাজার ৫৬৮টি শেয়ার।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ টাকা ৩ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ। আজ কোম্পানিটির সর্বশেষ লেনদেন ১৬ টাকা ৯০ পয়সা দরে। এদিন ২৬ বারে কোম্পানিটির ১০ হাজার ৯২৪ টি শেয়ার লেনদেন হয়।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে এ খাতের প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ১ পয়সা বা ৮ দশমিক ৯৪ শতাংশ। আজ কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ১৩ টাকা ৪০ পয়সা দরে। এদিন ৮৫ বারে কোম্পানির ৯১ হাজার ৮৯৪টি শেয়ার লেনদেন করে।
গেইনারের চতুর্থ স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা বা ৬ দশমিক ৪১ শতাংশ। আজ কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ৩৩ টাকা ২০ পয়সা দরে। এদিন ৩২৩ বারে কোম্পানির ২ লাখ ৯ হাজার ২৫০টি শেয়ার লেনদেন করে।
এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে – জেমিনি সি ফুড, লিবরা ইনফিউশনস লিমিটেড, সিএমসি কামাল, দেশ গার্মেন্টস, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাশেম ড্রাইসেলস।
সানবিডি/ঢাকা/এসএস