নৌকার বিজয়ের লক্ষ্যে নারায়ণগঞ্জ চষে বেড়াচ্ছেন সুজিত রায় নন্দী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-০৭ ১০:০২:০০
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর সেলিনা হায়াৎ আইভির বিজয়ের জন্য মাঠ চষে বেড়াচ্ছেন দলটির কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ বন্দরের ২৩-২৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে স্থানীয়দের কাছে নৌকায় ভোট চাচ্ছেন তিনি।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বাধীনতার মার্কা নৌকায় ভোট চেয়ে সুজিত রায় নন্দী বলেন, নৌকা মার্কা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার মার্কা। জননেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের জনপ্রিয় মেয়র সেলিনা হায়াৎ আইভিকে পুনরায় নৌকায় দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা তাঁকে বিজয়ী করুন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে নৌকা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নৌকা আমাদের উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দিয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ইসলাম আনু, পৌর যুবলীগের সহ-সভাপতি আতিকুর রহমান মাসুম, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান, ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য হারুনুর রশিদ, মাহবুবুর রশিদ, মিজানুর রহমান খান, আকাশ জয়ন্ত জয়, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রহমান শ্যামল মৃধা প্রমুখ।
এএ