স্বাস্থ্যকোষ বইয়ের মোড়ক উম্মোচন

আপডেট: ২০১৬-০২-১০ ১৭:১৬:১১


bookবইমেলার ঐতিহাসিক বট তলায় অধ্যাপক ডাঃ এ কে এম আমিনুল হক-এর স্বাস্থ্যকোষ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। একটি সেলফি ও আদর্শ গ্রামের  বইয়ের লেখক আমানুল্লাহ নোমান বইটি উন্মোচন করেন।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্বাস্থ্যকোষ বইটির প্রকাশক জনাব ইবনুল সাঈদ রানা, মেধাকুঞ্জ বিদ্যালয়ের প্রিন্সিপাল লায়লা এনাম রাত্রি।
মোড়ক উম্মোচণ অনুষ্ঠানে লেখক অধ্যাপক ডাঃ এ কে এম আমিনুল হক জানান, চিকিৎসা প্রাপ্তি একটি জটিল বিষয়, মানুষের চিকিৎসা প্রাপ্তিতে অনেক জটিলতা তৈরী হয়, এটিকে সহজ করার জন্যই স্বাস্থ্যকোষ বইটি বাংলায় লিখা হয়েছে।
স্বাস্থ্যকোষ বইটি পাওয়া যাবে বাংলা একাডেমির ভেতরে লিটলম্যাগ চত্বর “আড্ডা” এর স্টলে। স্টল নং-০৯। এছাড়াও ধানমন্ডি সড়ক নং ৪-এর মমতাজ প্লাজায় জ্ঞানকোষ লাইব্রেরিতে বইটি পাওয়া যাবে।