ভারতে ৪ শতাংশ কমতে পারে তুলা উৎপাদন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৮ ১৪:৪১:০৪


ভারতীয় তুলা রফতানির পরিমাণ কমতে শুরু করেছে।  ইউএস বাজার আদর্শের তুলনায় ভবিষ্যৎ সরবরাহ মূল্যে উচ্চ প্রিমিয়াম চার্জ করায় রফতানি কমার দৃশ্য অনুভব করা যায়। মূলত পণ্যটির উৎপাদন কমার আশঙ্কায় বাড়তি প্রিমিয়াম চার্জ করছেন ভারতীয় ব্যবসায়ীরা। একই সময়ে স্থানীয় টেক্সটাইলস মিলসগুলোয় তুলার চাহিদাও বেশ উচ্চমাত্রার বলে জানান শিল্পসংশ্লিষ্টরা। খবর রয়টার্স।

ভারতীয় ব্যবসায়ীদের দ্বারা উচ্চ প্রিমিয়াম হার নির্ধারণের ফলে এশিয়ার ক্রেতারা অন্য তুলা রফতানিকারক দেশের প্রতি ঝুঁকতে পারে। বাংলাদেশ, ভিয়েতনাম ও চীনের মতো ক্রেতারা তুলা আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার দেশগুলোর মুখাপেক্ষী হতে শুরু করবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে তুলা উৎপাদনকারী দেশ হিসেবে ভারত শীর্ষস্থান দখল করে আছে।

এ বিষয়ে মুম্বাইভিত্তিক কোটাক জিনিং অ্যান্ড প্রেসিং ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের পরিচালক বিনয় কোটাক বলেন, রফতানি এখন অনেকটাই কমে গিয়েছে। আমরা বাংলাদেশের কাছে স্বল্প পরিমাণে বিক্রি করলেও অন্য ক্রেতারা ভারত থেকে তুলা আমদানি করছে না।

২০২১-২২ মৌসুমে ভারতের তুলা উৎপাদন কমে ৩ কোটি ৪০ লাখ বেলে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা এর আগের মৌসুমের তুলনায় ৪ শতাংশ কম। বপন মৌসুমে দেশটির শীর্ষ তুলা উৎপাদনকারী রাজ্যগুলোয় বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সম্প্রতি স্পট মার্কেটে ভারতীয় তুলার দৈনিক লেনদেন কমে ১ লাখ ৭৫ হাজার বেলে দাঁড়িয়েছে, যা এর আগের বছরে ছিল সাধারণত ২ লাখ ৫০ হাজার বেল।

সানবিডি/এনজে