এই সংলাপে কোন লাভ হবে না: ফখরুল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৮ ১৭:০০:৩৬


বেগম খালেদা জিয়া মুক্ত হলে জনগণের উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই তরঙ্গে সরকার টিকে থাকতে পারবে না। এই কারণেই তারা খালেদা জিয়াকে মুক্তি চায় না।

আজ শনিবার (৮ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে সামনে এক মানব সমাবেশে তিনি এ সব কথা বলেন।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া হচ্ছে গণতন্ত্রের প্রতীক। তিনি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিক। সরকার কিছুতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে চান না।

রাষ্ট্রপতির সংলাপকে অর্থহীন উল্লেখ করে বলেছেন, কীসের সংলাপ? এই সংলাপ ইতোমধ্যেই অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করেছে। আমরা পরিষ্কার করে বলেছি এই সংলাপে কোনো লাভ হবে না। কারণ এই সংলাপ অর্থহীন।

তিনি বলেন, যদি নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার না থাকে তাহলে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। আমাদের পরিষ্কার কথা, সবার আগে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। তারপর পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিন। এটা একমাত্র পথ, এর বাইরে আর কোনো পথ নেই।

সানবিডি/এনজে