ঠাকুরগাঁওয়ে ফের বিলুপ্ত প্রায় নীলগাই উদ্ধার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৮ ১৭:৫৬:৫৭
ঠাকুরগাঁওয়ে ফের বিলুপ্ত প্রায় একটি নীলগাই করা হয়েছে।শুক্রবার সন্ধ্যায় জেলার পীরগঞ্জ উপজেলার বটচুনার সীমান্তবর্তী গ্রামের মাধবপুর থেকে ধুসর ছাই রংয়ের নীলগাইটি উদ্ধার করে বিজিবি সদস্যরা।
এ নিয়ে ঠাকুরগাঁওয়ে গত চার বছরে পাঁচটি নীলগাই উদ্ধার করা হয়েছে। যদিও এর আগে উদ্ধার হওয়া সবগুলো নীলগাই মারা গেছে। তবে এবারের উদ্ধার হওয়া নীলগাইটি সুস্থ আছে।
এ বিষয়ে বটচুনা ইউপি চেয়ারম্যান হিমু সরকার জানান, বিকেলের দিকে নীলগাইটি ভারতীয় সীমান্ত (শিঙ্গোর) অতিক্রম করে মাধবপুর গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসী নীলগাইটি দেখতে পেয়ে চারপাশে ঘেরাও করে রাখে। পরে আমাকে খবর দিলে বিজিবি ক্যাম্পে খবর দেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, গ্রামবাসী চারদিকে ঘেরাও করে নীলগাইটি ধরে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। উপজেলা প্রাণী চিকিৎসককে দেখানো হয়েছে।
নীলগাইটি বর্তমানে সুস্থ ও বিজিবির হেফাজতে আছে।
সানবিডি/এনজে