শীতকালীন প্রশিক্ষণে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-০৮ ১৮:৫১:৪৫


করোনা মহামারির কারণে অপারেশন ‘কোভিড শিল্ড’ এ মোতায়েন থাকায় গত বছর সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ হয়নি। তবে এবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় শতভাগ সেনাসদস্যের অংশগ্রহণে গত ১৯ ডিসেম্বর থেকে ৪ সপ্তাহের জন্য এই প্রশিক্ষণ শুরু হয়। শীতকালীন প্রশিক্ষণের উদ্দেশে সারাদেশে মোতায়েন রয়েছেন সেনাসদরসহ বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশন ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রশিক্ষণ শেষে আগামী ১৪ জানুয়ারি সেনানিবাসে ফিরবেন সেনা সদস্যরা।

প্রথমবারের মতো এবার যুদ্ধক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় লজিস্টিকস এর ওপর ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (এফটিএক্স) পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে এই প্রশিক্ষণে সড়কপথের পাশাপাশি আকাশপথ, নদীপথ এবং রেলপথে সফলভাবে দেশের বিভিন্ন স্থানে রসদ সম্ভার পরিবহন করা হচ্ছে।

এছাড়াও, সেনাবাহিনীর নিজস্ব সক্ষমতায় সকল ফরমেশনের মধ্যে ওয়্যারলেস, ভিস্যাট ও ইন্টারনেট কমিউনিকেশন স্থাপন করা হয়েছে। ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাদির কৌশলগত ব্যবহারও এবারের শীতকালীন প্রশিক্ষণে পরীক্ষা করা হচ্ছে।

এবারের অনুশীলনে সেনাবাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, কমান্ড্যান্ট ন্যাশনাল ডিফেন্স কলেজসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন ফরমেশনে অনুশীলন কার্যক্রম পরিদর্শন এবং তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করছেন।

শীতকালীন প্রশিক্ষণের পাশাপাশি সেনাবাহিনীর ফরমেশনগুলো নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করছে।

এএ