মিয়ানমার সেনার বোমা হামলা,থাই সীমান্তে হাজারও মানুষ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৮ ২০:২৬:২৯


মিয়ানমার সেনাবাহিনীর সামরিক বিমান থকে বোমা হামলার মুখে বাড়িঘর ছেড়ে দেশটির হাজার হাজার মানুষ থাইল্যান্ডের সীমান্তবর্তী নদীর তীরে আশ্রয় নিয়েছেন । সেখানে অস্থায়ী তাঁবু টানিয়ে মানবেতর জীবন-যাপন করছেন তারা। সেনাবাহিনীর ভয়ে বাড়ি ফিরতে না পেরে থাইল্যান্ডের নদীর তীরবর্তী এলাকায় আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন মিয়ানমারের এই বাসিন্দারা।

গত বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে দেশটির প্রতিরোধ যোদ্ধাদের তীব্র লড়াই চলছে। অভ্যুত্থানের পর মিয়ানমারের হাজার হাজার বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত অথবা নিহত হয়েছেন।

মিয়ানমারের অনেক বাসিন্দা প্রতিবেশী থাইল্যান্ডে পালিয়ে গেছেন। কিন্তু সেখানকার শরণার্থী শিবিরের পরিস্থিতি খারাপ হওয়ায় অনেকে মিয়ানমারের সীমান্ত এলাকায় ফিরছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বাস্তুচ্যুতদের আরও বেশি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে।

শুক্রবার থাইল্যান্ডের মোয়ে নদীর পাশে রয়টার্সের প্রতিনিধিরা দেখেছেন, প্রায় ২ হাজার পুরুষ, নারী এবং শিশু ত্রিপলের নিচে অবস্থান নিয়েছেন। মোয়ে নদীর তীরে অন্তত পৃথক চারটি স্থানে তাঁবুর নিচে আশ্রয় নিয়েছেন তারা।

সানবিডি/এনজে