১৯ জানুয়ারি থেকে শুরু ওয়ালটন বেসবল চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৯ ১৪:১০:৩৬


আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন ৮ম জাতীয় পুরুষ বেসবল প্রতিযোগিতা-২০২২’। ৮টি দলের অংশগ্রহণে ঢাকার পল্টন মাঠে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ঢাকা জেলা, এসকেএসপি সিরাজগঞ্জ, স্যান্ড অ্যানজেল বেসবল ক্লাব ও সাভার কমিউনিটি স্পোর্টস ক্লাব।

এ প্রতিযোগিতা উপলক্ষ্যে শনিবার দুপুরে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), অ্যাডিশনাল ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ, ডেপুটি ডিরেক্টর ইমরান আল বারী ও বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যরা।

দুই গ্রুপে ভাগ করে নকআউট ভিত্তিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গ্রুপ রাউন্ডে উভয় গ্রুপের সেরা ২টি করে দল সেমিফাইনাল খেলবে। সেমিফাইনালে বিজয় দল দুটি খেলবে ফাইনালে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। সেরা খেলোয়াড়কে করা হবে পুরস্কৃত।

সংবাদ সম্মেলনে ওয়ালটনের গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন- ‘আমরা ওয়ালটন পরিবার বেসবলের শুরু থেকেই ছিলাম। বেসবল দেশে জনপ্রিয়তা পাচ্ছে। যেহেতু এটা ক্রিকেটের আদলের খেলা, সুতরাং আশা করা যায় এক সময় এটি বেশ জনপ্রিয়তা পাবে।’ এই প্রতিযোগিতাকে সামনে রেখে শনিবার অংশগ্রহনকারী দল সমূহের জার্সি উন্মোচন করা হয়েছে।

এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ,আরটিভি এবং অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

সানবিডি/এন/আই