জনপ্রিয়তার শীর্ষে মার্কিন পুঁজিবাজারে চালু হওয়া ‘সেন্টিমেন্ট ইনডেক্স’
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০১-১১ ১৭:০৩:০১
গত বছরের নভেম্বরে মার্কিন পুঁজিবাজারে বিনিয়োগকারিদের প্রত্যাশা ও মতামত জানতে এসএন্ডপি ৫০০ টুইটার সেন্টিমেন্ট ইনডেক্স চালু করা হয়। একজন বিনিয়োগকারি চালু হওয়া ইনডেক্সের মাধ্যমে সহজে তার মতামত তুলে ধরতে পারেন। এখানে তুলেধরা মতামতকে গুরত্ব দিয়ে ব্যবস্থা গৃহণ করে পুঁজিবাজার কর্তৃপক্ষ। লন্ডন ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সূত্রে এ তথ্য জানা গেছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পুঁজিবাজারে প্রতিটি শেয়ার বিশ্বব্যাপী বিনিয়োগকারিদের দ্বারা ঘনিষ্ঠভাবে অনুসরণ এবং গবেষণা করা হয়। এখানে শেয়ার বাজারের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বিনিয়োগকারি তাদের মতামত তুলে ধরার সুযোগ রয়েছে।
এদিকে মার্কিন পুঁজিবাজার ঘিরে বিনিয়োগকারিদের মতামত গুরত্ব পেতে শুরু করেছে। বিনিয়োগকারিদের এসব মতামত শেয়ারবাজারে যেকোন কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয়ে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিনিয়োগকারিদের এসব মতামত ধারন করার জন্য চালু হওয়া ইনডেক্স একটি নতুন উদ্যোগ।
নতুন এই এসএন্ডপি ৫০০ টুইটার সেন্টিমেন্ট ইনডেক্স গত বছরের নভেম্বরের ১৮ তারিখ থেকে চালু হয়। এটি চালু হওয়ার পর থেকে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এটি শুরু থেকে চলতি বছরের জানুয়ারি ৫ তারিখ পর্যন্ত একই ভাবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থন করছে।
বিশেষজ্ঞরা বলছেন, এসএন্ডপি ৫০০ টুইটার সেন্টিমেন্ট টুইটার ইনডেক্স বিনিয়োগকারিদের কতটুকু সহযোগিতা করবে এবং বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের জন্য কিভাবে সাহায্য করতে পারে তা দেখার জন্য আরো বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে।
নতুন চালু হওয়া সেন্টিমেন্ট টুইটার ইনডেক্সে বিনিয়োগকারিদের আর্থিক খাত সংশ্লিষ্ঠ প্রচুর মতামত রয়েছে। এখানে যেসব মতামত এসেছে তাতে একথাও বলা হয়েছে যে, শুধুমাত্র এই মতামতের উপর ভিত্তি করে বিনিয়োগকারিদের সিদ্ধান্ত গ্রহন উচিত নয়। বিনিয়োয়োগের ক্ষেত্রে অবশ্যই বিনিয়োগকারিদের বিচার ও বিশ্লেষণকে অগ্রাধিকার দিতে হবে।
এসএএন/এএ