ইবি থিয়েটারের উদ্যেগে “ওরা কদম আলী” নাটক মঞ্চস্থ

প্রকাশ: ২০১৬-০২-১০ ১৮:৪৬:২০


IU-PIC 6ইসলামী বিশ্ববিদ্যালয় থিয়েটারের উদ্যোগে ‘ওরা কদম আলী’ নাটক মঞ্চায়িত হয়েছে। আজ বেলা ১১ টায় বিশ্ববিদ্যলয়ের টিএসসিসি মিলনায়তনে এ নাটক মঞ্চস্থ হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় , আজ বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে বিশিষ্ট নাট্যকার মামুনুর রশীদ রচিত “ওরা কদম আলী” নাটক মঞ্চস্থ হয়।

IU PIC-6ইসলামী বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি ইমাদ উদ্দিনে খানের নির্দেশনায় নাটকটিতে মালিকদের কাছ থেকে কিভাবে শ্রমিকরা তাদের অধিকার আদায় করেছে তার চিত্র তুলে ধরা হয়েছে।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মিনহাজ কাদির, তারিকুল ইসলাম, আলপনা, ওয়াহিদুজ্জামান শাওন, আসাদুল্লাহ আল মামুন, আরিফা, আশিক বনি, আনসারুল্লাহ আরিফ, কামরুজ্জামান মামুন, রাফি প্রমুখ।

IU PIC-4নাটক চলাকালে অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. শাহজাহান মন্ডল , প্রফেসর ড. রেবা মন্ডল,প্রফেসর ড. কামরুল হাসান প্রফেসর ড. রবিউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/রাআ