দর পতনের শীর্ষে ঢাকা ডাইং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১০ ১৫:৪২:২৭
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮৮৯ বারে ২৮ লাখ ২ হাজার ২৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ১৪৭ বারে ৪৫ লাখ ৬৯ হাজার ৩২৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ কোটি ৭৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা কেডিএস অ্যাকসেসরিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮৩৯ বারে ১৩ লাখ ৪৮ হাজার ৮৫২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৯৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সোনালী পেপারের ৩.৫০ শতাংশ, আইসিবি এএমসিএল-২য় মিউচুয়াল ফান্ডের ৩.১৯ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ৩.১৫ শতাংশ, সোশ্যাল ইসলামি ব্যাংকের ৩.১৪ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৩.০৪ শতাংশ, আরএন স্পিনিংয়ের ২.৯৪ শতাংশ এবং মীর আক্তার হোসেনের ২.৯৩ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস