পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে বিএসটিআই’র জরিমানা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১০ ১৮:০০:২৩
জ্বালানি তেল মাপে কম দেওয়ায় রাজধানীর মিরপুরে আল-মাহমুদ ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (১০ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও মামলা দায়ের করা হয় ওই ফিলিং স্টেশনের বিরুদ্ধে।
অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান।
তবে একই এলাকায় মেসার্স রহমান সার্ভিস স্টেশন ও মেসার্স মোহনা ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিসে জ্বালানি তেল পরিমাপে সঠিক পান ভ্রাম্যমাণ আদালত।
এই অভিযানে আরও অংশগ্রহণ করেন বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) আহমেদ হোসেন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সানবিডি/এনজে