‘সীমান্তবর্তী মানুষের জন্য ভ্রমণ কার্ড চালুর পরিকল্পনা’
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০১-১০ ১৮:২২:৫৮
সীমান্তবর্তী মানুষের জন্য ভ্রমণ কার্ড চালুর পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নে সেনাবাহিনী ও বিজিবির শীতকালীন যৌথ মহড়া পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় অনেক মানুষ রয়েছেন যাদের আত্মীয়-স্বজন ভারতে আছেন। বিভিন্ন উৎসবে উভয় দেশের অভ্যন্তরে তাদের স্বজনের বাড়িতে বেড়ানোর জন্য ৫-৭ দিন ভ্রমণে কার্ড চালুর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রধানের সঙ্গেও আলোচনা অব্যাহত রয়েছে।’
বিজিবি মহাপরিচালক বলেন, ‘যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে বিজিবি দেশরক্ষার দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখতে পারবে। সীমান্তরক্ষী বাহিনী যুদ্ধকালীন সেনাবাহিনীর নেতৃত্বে দেশ রক্ষার লড়াই করবে।’
এএ