তেজিভাব ধরে রেখেছে ইন্ডিয়ার পুঁজিবাজার
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০১-১১ ১৭:০৪:০৮
পাশবর্তী দেশ ইন্ডিয়াতে বাড়ছে করোনার নতুন রুপ ওমিক্রন। এতে দেশটির কয়েকটি জায়গায় দেয়া হয়েছে লকডাউনের মত বিধিনিষেধ। এর মধ্যেও ভারতের শেয়ারবাজারে ধরে রেখেছে তার তেজিভাব। দেশটির পুঁজিবাজারে দেখা যাচ্ছে না ওমিক্রনের নেতিবাচক প্রভাব।
সোমবার (১০ জানুয়ারি) ইন্ডিয়ার পুঁজিবাজারে সুচক বেড়েছে ৬৫০ পয়েন্ট। একই সাথে সেরা ৫০ কোম্পানি নিয়ে গঠিত নিফটি-৫০ এর সুচক বেড়েছে ১৮০০০ পয়েন্ট।
করোনার মহামরিতেও ইন্ডিয়ার শেয়ারবাজারে এমন উথানে বড় ভুমিকা রাখছে ব্যাংকিং সেক্টর, আইটি, অটো, মুলধনি যন্ত্রাংশ এবং জ্বালানি সেক্টর।
ফাইনান্সসিয়াল এক্সপ্রেস লন্ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) মাঝাড়ি ও ছোট মুলধনের কোম্পানিগুলোর সুচক বেড়েছে ০.৭-১ শতাংশ। সেরা ৫০ কোম্পানির অর্থাৎ নিফটির অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ইউপিএল, হিরো মোটর করপোরেশন, টাইটান কোং, এসবিআই এবং সুজকি মারটি সবচেয়ে বেশি অবদান রেখে চলেছে। এসব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে অন্য যে কোন কোম্পানির চেয়ে বেশি।
এদিকে পিছিয়ে পড়া অর্থাৎ সবচেয়ে বেশি দাম কমেছে যে সব প্রতিষ্ঠানের এর মধ্যে উইপ্রো, নেসলে, ডিভিস ল্যাবস, এশিয়ান পেইন্টস এবং পাওয়ার গ্রিড কর্পোরেশন এর অবস্থন ছিল শীর্ষে।
এদিকে ইন্ডিয়ার পুঁজিবাজারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দামও ছিল উর্ধমুখি। কারন মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্টিজ লিমিটেড (আরআইএল) গত ৮ জানুয়ারী ঘোষণা করেছে যে তারা নিউ ইয়র্ক ভিত্তিক প্রিমিয়াম বিলাসবহুল হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টাল অধিগ্রহণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে রিলায়েন্স তার ব্যবসা প্রসারিত করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এসএএন/এএ