দেবহাটায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত
প্রকাশ: ২০১৬-০২-১০ ২০:৩৭:২৭
দেবহাটায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জিএম আব্দুল কুদ্দুস, বিআরডিপি কর্মকর্তা ইসরাফিল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশিষ সিংহ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি খায়রুল আলম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শিক্ষক রেজাউল ইসলাম, মনিরুজ্জামান প্রমূখ।
এসময় বক্তারা উপজেলার প্রাথমিক শিক্ষা খাতকে এগিয়ে নিতে নানা বিষয়ে আলোচনা করেন। একই সাথে শিক্ষকদের পাঠদানে আন্তরিক হওয়ার আনুরোধ জনান। তাছাড়া উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সমস্যাগুলো তুলে ধরে এবং উপজেলা চেয়ারম্যানের নিকট বিভিন্ন দাবী দাওয়া জানান শিক্ষকরা।
সানবিডি/ঢাকা/রাআ