ডিএমপির অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৬০ জন গ্রেফতার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১১ ১৬:৪০:২৪
ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা-হেরোইন এবং বিপুল মাদকদ্রব্যসহ ৬০ জনকে গ্রেফতার করেছে। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করা হয় ।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদক উদ্ধার করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ২৫৯ গ্রাম ১০৮৩ পুরিয়া হেরোইন, ৫৭৪৪ পিস ইয়াবা বড়ি এবং ১ কেজি ৮৬৫ গ্রাম গাঁজা।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৯টি মামলা করা হয়েছে।
সানবিডি/এনজে