পদ্মার চরাঞ্চলে দরিদ্রদের সেনাবাহিনীর ফ্রি চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-১১ ১৭:০৩:৪৩


মাদারীপুরের শিবচরে চরাঞ্চলের দরিদ্রদের সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল চেক-আপ, ওষুধ ও কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত  পদ্মা সেতু সংলগ্ন পাইনপাড়া চরে এ আয়োজন করা হয়।

সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট বিগ্রেডের সার্বিক তত্ত্বাবধানে ২৭ আরই ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় মেডিক্যাল সেবা এবং ৫শ’ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল জাহিদ হোসেন। তিনি বলেন, ‘আগামীতেও আমাদের এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’

এ বিষয়ে চরাঞ্চলের হতদরিদ্ররা জানান, পদ্মার দুর্গমচরে কোনও হাসপাতাল নেই। ফ্রি চিকিৎসাসেবা পাওয়ায় তারা অনেক উপকৃত হবেন। এ ছাড়া দুস্থ শীতার্তদের মাঝে কম্বলও বিতরণ করেছে। এই উদ্যোগকে স্বাগত জানান তারা।

এ সময় বিগ্রেডিয়ার জেনারেল মাহমুদুল কবীর, লেফটেন্যান্ট কর্নেল শহীদুল্লাহ আল মাসুম, ক্যাপ্টেন আবরার, ক্যাপ্টেন মাজহারসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সানবিডি/এনজে