কাকার ইচ্ছা পূরণ
|| প্রকাশ: ২০১৫-১০-০৫ ২১:১০:১৪ || আপডেট: ২০১৫-১০-০৫ ২১:১০:১৪


কাকা নিজেও বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ভাগ্য তাঁর সঙ্গ দিল। লিভারপুলের ব্রাজিলীয় মিডফিল্ডার ফিলিপে কুটিনহো চোট পাওয়ার পরেই ফের ব্রাজিল দলের দরজা খুলে গেল কাকার। ফের বিশ্বকাপের যোগ্যতা পর্বের দলে সুযোগ পেলেন তিনি।
লিভারপুলের মিডফিল্ডার কুটিনহো চোট পাওয়ার পরে কাকাকে ডেকে নিতে দ্বিধা করেননি কোচ দুঙ্গা। ব্রাজিল কোচ মনে করছেন কাকা এখনও বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলার ক্ষমতা রাখেন। কাকা নিজেও সেরাটা উজাড় করে দিতে চান।
সানবিডি/ঢাকা/রাআ