বাংলাদেশ থেকে সার কিনতে আগ্রহী ভুটান
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০১-১১ ১৮:৫৯:৪৫
বাংলাদেশ থেকে ৩ হাজার মেট্রিক টন সার কিনতে চায় ভুটান। মঙ্গলবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি।
এ সময় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান শাহ মো. ইমদাদুল হক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস আলম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক সাহাব বিন আহমেদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেওয়ায় ভুটানকে ধন্যবাদ জানান এবং দুদেশ একসঙ্গে কাজ করার আশ্বাস দেন। ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে আড়াই থেকে ৩ হাজার মেট্রিক টন সার কেনার আগ্রহ প্রকাশ করেন এবং এ ব্যাপারে শিল্পমন্ত্রীর সহায়তা কামনা করেন।
জবাবে শিল্পমন্ত্রী জানান, বাংলাদেশ নিজেই সার আমদানি করে। তবু বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভুটানের জন্য আন্তর্জাতিক মূল্যে কাফকো থেকে প্রয়োজনীয় সার পাঠানোর ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে শিগগির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিসিআইসি ও ভুটানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক সই হবে।
সানবিডি/এনজে