মন্ত্রিসভা কমিটি বৈঠকে নীতিগত অনুমোদন
৮০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০১-১২ ১৫:১০:২৫
দেশে নতুন রপ্তানি নীতিমালা ২০২১-২৪ এ পণ্য ও সেবা মিলিয়ে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৮০ বিলিয়ন ডলার বা আট হাজার কোটি ডলার নির্ধারণ করেছে সরকার। সর্বশেষ রপ্তানি নীতিমালায় এ লক্ষ্যমাত্রা ছিলো ৬০ বিলিয়ন ডলার। যদিও সে লক্ষ্যমাত্রা এখনও অর্জন হয়নি।
বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি খাতের চাহিদা এবং বিশ্ব বাণিজ্য পরিস্থিতি ও প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্য রেখে রপ্তানি নীতি ২০২১-২০২৪ এর খসড়া তৈরি করেছে। সেখানে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
আজ বুধবার সকালে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৈঠকে এই নীতিমালার নীতিগত অনুমোদন দিয়েছে। কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
এ বিষয়ে তিনি বলেন, নতুন রপ্তানি নীতিমালায় সকল খাতে একইরকম নীতি সুবিধা দেওয়ার বিষয়ে বলা হয়েছে। নারী ও ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে সহজে রপ্তানি করতে পারেন সে ব্যবস্থাও রাখা হয়েছে নীতিমালায়। পাশাপাশি ফ্রিল্যান্সিং, তথ্য ও প্রযুক্তি খাতের সেবা রপ্তানি যাতে আরও সহজ হয় সে উদ্যোগ রয়েছে।
এ সময় তিনি আরও বলেন, সবক্ষেত্রে কমপ্লায়েন্স বাড়ানো, মধ্যবর্তী ও রিসাইক্লিং পণ্য রপ্তানি, তৈরি পোশাক খাতকে আরও শক্তিশালী করার কৌশল রয়েছে নতুন নীতিমালায়। পাশাপাশি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলার উদ্যোগও রয়েছে।
চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য ৫১ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি থেকে সাড়ে ৪৩ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং সেবা খাতে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে ৩ হাজার ৮৭৬ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আর সেবা খাতে রপ্তানি হয়েছে ৬৬১ কোটি ডলার। মোট ৪ হাজার ৫৩৭ কোটি ডলার রপ্তানি আয় করেছে বাংলাদেশ।
সানবিডি/এনজে