দর বৃদ্ধির শীর্ষে লাভেলো আইসক্রিম

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১২ ১৫:২৯:৫৮


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৯৮ বারে ৫৮ লাখ ১৯ হাজার ৭২৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৮ কোটি ৯২ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা আরএকে সিরামিকের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪৭৬ বারে ১ কোটি ২৩ লাখ ৩ হাজার ১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৮ কোটি ২৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা রংপুর ফাউন্ড্রির দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১০০ বারে ২ লাখ ৭০ হাজার ৬২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এএমসিএলের (প্রাণ) ৮.৭২ শতাংশ, রবির ৭.৮৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭.৭২ শতাংশ, মুন্নু এগ্রোর ৭.৪৯ শতাংশ, স্যোসাল ইসলামী ব্যাংকের ৬.৫০ শতাংশ, ফরচুন সুজের ৫.৫৬ শতাংশ এবং আমান কটনের শেয়ার দর ৫.১১ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস