মিরসরাইয়ে বীজ গ্রাম নির্মাণ কাজের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০১-১২ ২১:৫৮:৪৮


মিরসরাই উপজেলার ৯ নং মিরসরাই সদর ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট প্রকল্পের আওতায় মিরসরাই বীজ গ্রাম নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মিরসরাই বীজ গ্রাম নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে বুধবার (১২ জানুয়ারি) মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম দিদার। বিএডিসি চট্টগ্রাম জোনের নির্মাণ বিভাগের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে এবং মিরসরাই বীজ গ্রামের সভাপতি ইমাম উদ্দিন চৌধুরী ইমনের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাহের হোসেন চৌধুরী সোহেল, বিএডিসি মিরসরাই উপজেলার উপ-সহকারী প্রকৌশলী জাহেদ হাসান, মিরসরাই উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সামসুল আলম, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্ল্যাহ চৌধুরী, মিরসরাই সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সলিম উদ্দীন, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য তাজ উদ্দীন বাচ্চু, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম সোহাগ, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই প্রমুখ।

উল্লেখ্য, মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ গ্রামে বিএডিসি চট্টগ্রামের সেচ বিভাগের বাস্তবায়নে ৬ শতক জায়গার উপর নির্মাণ করা হবে বীজ গ্রাম। সেখানে স্থানীয় কৃষকরা বিভিন্ন ধরণের বীজ রক্ষণাবেক্ষণ করতে পারবেন।

এএ