উত্তর কোরিয়ার সেনাপ্রধানের মৃত্যুদণ্ড কার্যকর!

প্রকাশ: ২০১৬-০২-১১ ০১:৫৪:২৯


134245_1উত্তর কোরিয়ার সেনাপ্রধান জেনারেল রি ইয়ং গিলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ। উত্তর কোরিয়া সম্পর্কে জানেন এমন একজন কর্মকর্তাও রি-এর ফাঁসি কার্যকরের কথা রয়টার্সকে জানিয়েছেন। তবে তিনি কিভাবে এ তথ্য পেয়েছেন তা জানাতে অস্বীকার করেন।

ইয়োনহাপ এ ধরনের তথ্যের সূত্র প্রকাশ করে না। তবে পরবর্তীতে তা সাধারণত সত্য বলে প্রতিষ্ঠিত হয়। তবে তাৎক্ষণিকভাবে এ ধরনের খবরের সত্যতা যাচাই করা কঠিন।

তরুণ স্বৈরাচারী শাসক কিম জং উন ২০১৪ সালে সরকার বিরোধী কার্যকলাপের অভিযোগে ক্ষুধার্ত কুকুরের পালকে খাইয়ে দেন নিজের কাকাকে। এবার খোদ দেশের সেনাপ্রধানকেই ফাঁসিতে চড়ালেন তিনি।

২০১৩ সালের অগাস্টে কিম জং উন যখন কিম ক্ষমতায় আসেন, তখন থেকেই সেনাপ্রধান ছিলেন রি ইয়ং গিল। কিমের খুব কাছের মানুষ হিসেবেই পরিচিত ছিলেন রি। উত্তর কোরিয়ার সরকারি খবর অনুযায়ী, দুর্নীতির অভিযোগ উঠেছিল রি-এর বিরুদ্ধে। সেই অভিযোগেই তিনি দোষী প্রমাণিত হন কিম জং উনের আদালতে।

শুধু রি ইয়ংই নন, সরকারের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে সরিয়েছেন কিম। তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতা ও দক্ষিণ কোরিয়ার সোপ অপেরা দেখার অভিযোগ ছিল।