সিএসই’তে লেনদেন ৪২.২৯ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০১-১৩ ১৯:০২:৫৪


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জে মোট লেনদেনের হয়েছে ৪২.২৯ কোটি টাকার। মোট ১২,৭৬৭ টি লেনদেনের মাধ্যমে মোট ১.০৬ কোটি শেয়ার হাতবদল হয়েছে ।

প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৮.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২,০৫৪৫.৯০ পয়েন্টে । সিএসই-৫০ সূচক ২.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৫২৪.৫৪ তে ।

এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ০.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,২৭৮.৮৪ পয়েন্টে । সিএসইএসমেক্স ইনডেক্স আজ অপরিবতিত ছিল যা হলো ৬৫০.৮২ পয়েন্ট ।

আজ দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাড়িয়েছে ৪৯৪,১৭৬.১৫ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৯৮,৮৭৩.৬৩ কোটি টাকায় । সিএসই’তে ৩৭০ স্ক্রিপ্ট এর মধ্যে আজ লেনদেন হয়েছে ২৯৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ১২০ টির, কমেছে ১৩১ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬ টির।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ