একাদশ শ্রেণিতে বিষয়-গ্রুপ পরিবর্তন শুরু ১৬ জানুয়ারি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৪ ১৮:২৯:১৮


২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন, ভর্তি বাতিল কার্যক্রমের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী যা শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের প্রেক্ষিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়, গ্রুপ, ভার্সন, ছবি পরিবর্তন, ভর্তি বাতিল এবং দ্বাদশ শ্রেণির অনলাইন টিসি ও বোর্ড টিসি কার্যক্রমের মেয়াদ আগামী ১৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। এরপর কোনোক্রমেই সময় বাড়ানো হবে না।

এএ