সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ইসলামী লাইফ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০১-১৫ ১১:২৮:৩৪


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪৩ দশমিক ৯২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৮০  কোটি ১১ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৬ কোটি ২ লাখ ৩৪ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রংপুর ফাউন্ড্রির দর বেড়েছে ৪২ দশমিক ০৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩১ কোটি ৫৪ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৩০ লাখ ৮২ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাণের দর বেড়েছে ৩৭ দশমিক ৬৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪০ কোটি ৫০ লাখ ৮৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ১০ লাখ ১৭ হাজার ৮০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– বসুন্ধরা পেপারের ৩২.২৩ শতাংশ, আরএকে সিরামিকের ২৩.৫০ শতাংশ, তিতাস গ্যাসের ২১.২৭ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২০.৩৬ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১৮.৮১ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৭.৮৭ শতাংশ এবং ওয়াটা কেমিক্যালের শেয়ার দর ১৪.৯৮ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস