বরিশালে ছাত্রাবাস থেকে অস্ত্রসহ ৪ বহিরাগত গ্রেফতার
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০১-১৫ ১৪:৪৪:০৯
বরিশাল নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্রাবাস থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ চার বহিরাগত তরুণকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে ওই কলেজের শহীদ আলমগীর ছাত্রাবাস থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার তরুণরা হলেন নগরীর গোরস্থান সড়কের বাসিন্দা রাফসান তালুকদার, বটতলা এলাকার আশ্রাফ সড়কের আজাদ সরদার। একই এলাকার ফুয়াদ আলম ও গোরাচাদ দাস সড়কের মুমতাহিন রহমান।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে বরিশাল মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল সৈয়দ হাতেম আলী কলেজের শহীদ আলমগীর ছাত্রাবাসে অভিযান চালায়। এ সময় ব্যাগে লুকিয়ে রাখা দুটি দেশীয় ধারালো অস্ত্রসহ বহিরাগত চারজনকে গ্রেফতার করা হয়।
শহীদ আলমগীর ছাত্রাবাসের একাধিক আবাসিক শিক্ষার্থী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কতিপয় বহিরাগত তরুণ জোর করে ছাত্রাবাসের কয়েকটি কক্ষ দখল করে বসবাস করছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানিয়েছেন, গ্রেফতার তরুণদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করে আদালতে পাঠানোর পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
সানবিডি/ এন/আই