রাসিক মেয়র লিটনের করোনা পজিটিভ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৫ ১৯:২৬:০৬
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহী সিটি করপোশেনের মেয়র, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি সুস্থ আছেন। ঢাকার বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে টেলিফোনে মেয়র লিটন বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে তিনি ৯ জানুয়ারি ঢাকায় যান। ১১ জানুয়ারি আওয়ামী লীগের আলোচনা সভায় অংশ নেন। পরে তিনি দলীয় অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে এবং সিটি করপোরেশনের উন্নয়ন কাজের জন্য সচিবালয় যাওয়ার আগে শুক্রবার জাতীয় সংসদ ভবন মেডিকেল সেন্টারে করোনা পরীক্ষার নমুনা দেন। শনিবার সকালে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে ঢাকার বাসায় আছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল হক পিন্টু। তিনি বলেন, খায়রুজ্জামান লিটনের এখনও কোনো উপসর্গ দেখা যায়নি। তিনি সুস্থ আছেন। দলীয় কর্মসূচিতে এবং সচিবালয়ে যাওয়ার জন্য সচেতনার অংশ হিসেবেই তিনি করোনার নমুনা দিয়েছিলেন। এতেই তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
সানবিডি/এনজে