বাঘাবাড়িতে মিল্কভিটার কারখানায় আগুন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-১৬ ১০:৩৫:৪৩
সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে মিল্কভিটার পাউডার প্লান্ট-২ এর ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছে কর্তৃপক্ষ।
শনিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শটসার্কিট থেকে মিল্কভিটা কারখানার পাউডার প্লান্ট-২ এর ৪র্থ তলার ডায়া মেশিনের ভেতর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক অবস্থায় অফিসের ফায়ারকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে বাঘাবাড়ি নৌফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বাঘাবাড়ি নৌফায়ার সার্ভিস ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ওই ভবনের ৪র্থ তলার ভ্যান্টিলেশন কেটে পানি ও ফোম ব্যবহার করে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, ডায়া মেশিনের ভেতরে থাকা বেশকিছু গুঁড়োদুধ পুড়ে গেছে। এছাড়া ডায়া মেশিনেরও বেশ ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি।
এ বিষয়ে বাঘাবাড়ি মিল্কভিটা কারখানার ডিজিএম অমীয় মন্ডল জানান, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শটসার্কিট থেকে মিল্কভিটা পাউডার প্লান্ট-২ এর ৪র্থ তলার ডায়া মেশিনের ভেতর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কিছু পাউডার দুধ পুড়ে গেছে। তবে মেশিনের অবস্থা এখনো বোঝা যাচ্ছে না।
সানবিডি/ এন/আই