তেলের ট্যাংকার ক্রয় করবে সিভিও পেট্রোকেমিক্যাল
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০১-১৬ ১৫:২৮:৪৬
জাপানে তৈরি একটি তেলের ট্যাংকার কিনতে চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। ট্যাংকারটির ধারণক্ষমতা ২ হাজার ৭৩ টন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানায় চুক্তি অনুসারে, মেসার্স এমএ বাশার অ্যান্ড ব্রাদার্সের কাছ থেকে তেলের ট্যাংকারটি কিনবে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি। ট্যাংকারটির মাধ্যমে কোম্পানিটি ন্যাপথার গুণগতমান, পরিমাণ, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করবে। ইস্টার্ন রিফাইনারির কাছ থেকে ন্যাপথা আনতে যে পরিবহন ব্যয় হয়ে সেটি অনেকটাই সাশ্রয় হবে। পাশাপাশি ট্যাংকারটির মাধ্যমে অন্যান্য কোম্পানির পণ্য পরিবহন করে অতিরিক্ত আয় করা সম্ভব হবে। এছাড়া মূল জাহাজ থেকে কোম্পানিটির স্টোরেজ ট্যাংকে কনডেনসেট পরিবহনেও এ তেলের ট্যাংকারটি কাজে লাগানো হবে এবং এতে পরিবহন বাবদ কোম্পানির ব্যয় সাশ্রয় হবে।
তথ্যে দেথা যায় সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৯ পয়সা, যেখানে আগের বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫১ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৫৫ পয়সায়।
এর আগের ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি সিভিও পেট্রোকেমিক্যাল। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য উদ্যোক্তা ও পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল সিভিও পেট্রোকেমিক্যাল। ২০১৮ হিসাব বছরেও ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৭ হিসাব বছরের জন্য ২ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। তার আগে ২০১৬ হিসাব বছরে ২৫ শতাংশ নগদ এবং ২০১৫ হিসাব বছরে ১৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৭ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৬৮ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৯১ পয়সায়।
সর্বশেষ রেটিং অনুযায়ী, সিভিও পেট্রোকেমিক্যালের এনটিটি সার্ভিল্যান্স রেটিং ‘ট্রিপল বি-২’। ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ব্যাংকের কাছে প্রতিষ্ঠানটির দায়সহ আনুষঙ্গিক হালনাগাদ তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যালের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২৫ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬ কোটি ২৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৫২ লাখ ৪৫ হাজার। এর ৪৫ দশমিক ৩১ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১৫ দশমিক ৪৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৩৭ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও ৩৮ দশমিক ৮৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
সানবিডি/এনজে/এসএ