চাঁদপুর হাসান আলী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে মেলা
প্রকাশ: ২০১৬-০২-১১ ১৩:০০:৪২
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে ২ দিনব্যাপী মেলার আয়োজন করেছে চাঁদপুর হাসান আলী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়। গত মঙ্গলবার সকালে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে মেলায় অংশ নেয় ৮ উপজেলার কয়েকটি বিদ্যালয় । সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, হাসান
আলী মডেল সরাকরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্দার আবুল বাশারসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।
আপনারা মেলায় যে বিভিন্ন উপকরন উপস্থাপন করেছেন তা ভবিষ্যত শিক্ষার ক্ষেত্রে অবদান রাখবে বলে আমি বিশাস করি। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুরা যে গান ও নাচ পরিবেশেন করেছে তা মনোমুগ্ধকর।
সানবিডি/ঢাকা/এসএস