দিনাজপুরে অটোরিকশায় বাসচাপা, ২ জন নিহত
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০১-১৬ ১৬:১২:৫৬
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে চিরিরবন্দর উপজেলার উচিতপুর নামক স্থান এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর এলাকার আফতাবউদ্দীনের ছেলে অটোচালক দেলোয়ার হোসেন (৩৫) এবং চিরিরবন্দর উপজেলার আমতলীর আফাজ উদ্দীনের ছেলে ইসাহাক আলী (৬০)।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহণ নামে যাত্রীবাহী একটি বাস চিরিরবন্দর উপজেলার উচিতপুর নামক স্থানে পৌঁছলে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক দেলোয়ার হোসেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান যাত্রী ইসাহাক আলী। এই দুর্ঘটনা আহত অটোরিকশাযাত্রী মিনহাজুল ইসলামকে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনাটি নিশ্চিত করেছেন।
সানবিডি/এনজে