পোস্তগোলায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৬ ১৭:৩৪:২২


রাজধানীর পোস্তগোলায় অগ্নিকাণ্ডে একটি পোশাক কারখানা পুড়ে গেছে। গত রাত পৌনে ১২টার দিকে শ্যামপুর লাল মসজিদের পাশে আলম গার্মেন্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম জানান, সাততলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সানবিডি/এনজে