ডিএমপির মাদকবিরোধী অভিযানে ৫৫ জন গ্রেফতার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৬ ১৯:৩১:৪৯


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৫ জনকে গ্রেফতার করেছে।

আজ শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য জানান।

এ বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩৩ পিস ইয়াবা, ২৭৬ গ্রাম ১৮০ পুরিয়া হেরোইন, ৩৩ কেজি ২২২ গ্রাম ৭০ পুড়িয়া গাঁজা ও ১১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

সানবিডি/এনজে