রাজশাহীতে ৫০০ শীতার্তকে পুলিশের শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-১৬ ২০:৫২:৫০
রাজশাহীতে চলমান প্রচন্ড শীতে নগরীর কাশিয়াডাঙ্গা, কর্ণহার ও দামকুড়া থানা এলাকার ৫০০ জন দুস্থ, প্রতিবন্ধী ও অসহায় শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছে নগর পুলিশ।
আজ রোববার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
এ সময় নগর পুলিশ কমিশনার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে আরএমপি। তারই ধারাবাহিকতায় দুস্থ, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।
এর আগে নগরীর কাশিয়াডাঙ্গ থানার পূর্ব রায়পাড়ায় কেশবপুর পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন আরএমপি কমিশনার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপ-কমিশনার (সদর) রশীদুল হাসান, উপ-কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, উপ-কমিশনার (কাশিয়াডাঙ্গা) মনিরুল ইসলাম প্রমুখ।
সানবিডি/এনজে