এ মাসেই আসছে ‘গিয়ার ৩৬০’ ক্যামেরা

প্রকাশ: ২০১৬-০২-১১ ১৫:৩১:৪৯


Cameraগ্যালাক্সি এস ৭ স্মার্টফোনের সঙ্গে ‘গিয়ার ৩৬০’ নামের রেডিয়ান ক্যামেরা বাজারে আনতে চলেছে স্যামসাং।

কোম্পানির একটি সূত্রের বরাত দিয়ে সম্প্রতি প্রযুক্তি বিষয়ক অনলাইন ম্যাশবলের এক প্রতিবেদনে জানানো হয়েছে চলতি ফেব্রুয়ারি মাসেই  ‘গিয়ার ৩৬০’ আসতে পারে বাজারে। সাম্ভব্য তারিখ ধরা হয়েছে ২১ ফেব্রুয়ারি।

ইতোমধ্যেই কোম্পানির তরফ থেকে এই পণ্যটি বাজারে নিয়ে আসার জন্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে।

জানা গেছে, ক্যমেরায় ৩৬০ ডিগ্রি ভিডিও ও ছবি তোলা যাবে। ভিডিও ও ছবি দেখা যাবে গিয়ার ভিআর হেডসেটে। নতুন ক্যামেরাটি দিয়ে ৩৬০ ডিগ্রি ফুটেজ নেওয়া যাবে। অনেকগুলো ফিশআই লেন্সের মাধ্যমে কাজ করে এই ডিস্ক আকৃতির ক্যামেরা। আলাদাভাবে ভিডিওগুলোকে এক সঙ্গে জুড়ে দিয়ে ৩৬০ ডিগ্রির একটি পূর্ণাঙ্গ ইমেজ তৈরি করে এটি।

গ্যালাক্সি এস ৭ এর সঙ্গে ‘গিয়ার ৩৬০’ ব্লুটুথ সংযোগের মাধ্যমে  চালানো যাবে। এর ফলে ‘গিয়ার ৩৬০’ দিয়ে নেওয়া ভিডিও সরাসরি স্ট্রিমিং করা যেতে পারে গ্যালাক্সি এস৭-এ।

ক্যামেরাটির নিজস্ব পাওয়ার সাপ্লাই থাকায় কোনো তার ছাড়াই এটি চালানো যাবে।

সানবিডি/ঢাকা/এসএস