দর পতনের শীর্ষে লাভেলো আইসক্রিম

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৭ ১৬:২৫:১৬


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৫৩৪ বারে ৪৯ লাখ ১৯ হাজার ৫১৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৩ কোটি ৪৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরএকে সিরামিকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৩১৯ বারে ৭৭ লাখ ৫৩ হাজার ৭১৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৫ কোটি ৪১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা তিতাস গ্যাসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৮৬০ বারে ৬৬ লাখ ৩৮ হাজার ৮৫৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ কোটি ৬৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্রাণের ৬.১৪ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৫.৬০ শতাংশ, সিভিও’র ৪.৯৫ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৪.৬১ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৪.৩৮ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৪.৩১ শতাংশ এবং সমতা লেদারের শেয়ার দর ৪.৩০ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস