অভিনব কায়দায় ইয়াবা প্রাচারকালে যুবক আটক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০১-১৭ ১৭:৪০:১০
কাঠের ভেতরে করে অভিনব কায়দায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা পাচারকালে আমিন নামে এক যুবককে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন)। সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে উখিয়ার বালুখালী শফিউল্লাহ কাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আমিন বালুখালী গয়ালমারা এলাকার আবুল খায়েরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক যুবককে জিজ্ঞাসাবাদ করলে সে কাঠের ভেতর লুকিয়ে রাখা ইয়াবা বের করা দেয়। ওই যুবকের সঙ্গে আরও দুইজন ছিল। তারা পালিয়ে গেছে। তাদের চিহ্নিত করে আটকের তৎপরতা চলছে।
সানবিডি/এন/আই