৩ শতাংশ কমেছে চীনের ইস্পাত উৎপাদন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৮ ১৪:০১:৪৪
সদ্যবিদায়ী ২০২১ বছরে চীনের অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে।ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো শিল্প ধাতুটির উৎপাদনে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। এর আগে ২০২০ সালে চীন রেকর্ড পরিমাণ অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছিল। দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, চীন কার্বন নিঃসরণ কমাতে গত বছর অপরিশোধিত ইস্পাত উৎপাদনে নিয়ন্ত্রণ আরোপের পদক্ষেপ নেয়। পাশাপাশি নজিরবিহীন বিদ্যুৎ সংকট থেকে উত্তরণের লক্ষ্য বাস্তবায়নও এ পদক্ষেপের অন্যতম কারণ।
বর্তমানে চীন বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক দেশ । গত বছর দেশটি ১০ লাখ ৩০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে। ২০২০ সালের তুলনায় উৎপাদন ৩ শতাংশ কমেছে। ওই বছর দেশটি ১০ লাখ ৬৫ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছিল।
সানবিডি/এনজে