৫ দফা দাবিতে রংপুরে ব্যবসায়ীদের ধর্মঘট
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৮ ১৫:৫৭:০৬
দেশের উত্তরাঞ্চলের সর্ববৃহৎ বাজার রংপুর সিটি বাজারের ব্যবসায়ীরা পাঁচ দফা দাবিতে সকাল-সন্ধ্যা দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করছে। মঙ্গলবার সকালে বাজারের সামনে তারা প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে তারা অভিযোগ করেন, দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে অবহেলিত এ বাজারটি’র উন্নত ড্রেনেজ ব্যবস্থা, প্রবেশ গেট ও শৌচাগার নির্মাণ, রাস্তা প্রশস্তকরণ, পার্কিং ব্যবস্থাসহ পাঁচ দফা দাবি সিটি কর্পোরেশনের কাছে জানিয়ে আসলেও কর্তৃপক্ষ উন্নয়নে কোন ব্যবস্থা নেয়নি। অথচ এই বাজার থেকে বছরে সাড়ে ৩ কোটি টাকা আয় করে সংস্থাটি।
ব্যবসায়ীদের অভিযোগ, এতে করে প্রতিদিন এ বাজারে আসা লাখ লাখ ক্রেতা-বিক্রেতা নূন্যতম সুযোগ-সুবিধা না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা।
এ বিষয়ে রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন ছোট বাবু বলেন, দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে এ বাজারটি অবহেলিত রয়েছে। সিটি কর্পোরেশনের মেয়র এ বাজার থেকে বছরে সাড়ে ৩ কোটি টাকা আয় করলেও বাজারের উন্নয়নে কোনো ব্যবস্থা নেয়নি। অথচ সরকারি নিয়ম অনুযায়ী মোট আয়ের শতকরা ৩০ থেকে ৪০ ভাগ অংশ বাজারের উন্নয়নে ব্যয় করার কথা ছিল। আমরা আল্টিমেটাম দেয়ার পরও সিটি কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নো নেওয়ায় আন্দোলন করতে বাধ্য হয়েছি।
সানবিডি/এনজে