আইএসও সনদ পেল সাউথইস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-১৮ ১৯:৪৫:২৪


ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম-এর জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ২৭০০১:২০১৩ সনদ অর্জন করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। ব্যাংকের ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম প্রস্তুতি ও বাস্তবায়নের জন্য আইওটা কনসালটিং বিডি পরামর্শক হিসেবে কাজ করেছে।

ব্যুরো ভেরিটাস লিমিটেড আইএসও ২৭০০১:২০১৩ স্ট্যান্ডার্ড অনুযায়ী ব্যাংকটির আইটি অপারেশন, ডেটা সেন্টার এবং ডিজাস্টার রিকভারি সাইটের অডিট পরিচালনা করেছে।

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন ব্যুরো ভেরিটাস বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার সোহেল আজাদ এবং আইওটা কনসাল্টিং বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কিবরিয়ার কাছ থেকে সনদ গ্রহণ করেন।

সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন ও নুরুদ্দিন মো. সাদেক হোসেন, আইটি বিভাগের প্রধান খোন্দকার খালেদ হাসানসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এএ