সাগরে পাচারকারী-কোষ্টগার্ড গোলাগুলি, ইয়াবা ও গুলি উদ্ধার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৮ ২০:৫৯:৩৯
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগের পাচারকারীদের সঙ্গে গোলাগুলির পর প্রায় ১২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় একটি অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান ও ৩০ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করতে সক্ষম হয়নি।
আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি স্বীকার কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. এম আব্দুর রফউ।
এ বিষয়ে তিনি জানান, ইয়াবার একটি বড় চালান পাচারের খবরে সেন্টমার্টিনের বঙ্গোপসাগরের দক্ষিণে কোস্ট গার্ডের একটি দল অভিযান পরিচালনা করে। এতে ইয়াবা পাচারকারীরা কোস্ট গার্ডকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। তারাও আত্মরক্ষার্থে গুলি চালায়। পরে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ একটি অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান ও ৩০ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।
সানবিডি/এনজে