রোহিঙ্গা প্রত্যাবাসনে কম্বোডিয়ার সহযোগিতা কামনা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৮ ২১:১৬:২৪


মিয়ানমার থেকে বাস্ত্তচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কম্বোডিয়ার সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে তিনি অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনসের (আসিয়ান) সেক্টরাল ডায়লগ পার্টনার হতে দেশটির সমর্থন চেয়েছেন।

‍আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্র্যাক সকহোনের সঙ্গে টেলিফোন আলাপে এ সহযোগিতা চান তিনি।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আসিয়ানের চেয়ারম্যান হওয়ার জন্য কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান ড. মোমেন। তিনি উল্লেখ করেন যে, কম্বোডিয়া আসিয়ানের চেয়ারম্যান হওয়ার ফলে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ক্ষেত্রে একটি বড় সুযোগ তৈরি হবে। তিনি কম্বোডিয়ান পররাষ্ট্রমন্ত্রীকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।

দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী এবং চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে ড. মোমেন বলেন, গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশ কম্বোডিয়ার সঙ্গে সম্পর্ককে অত্যন্ত মূল্যায়ন করে।

সানবিডি/এনজে