ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে বিস্ফোরণ,নিহত ৩
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৯ ১২:৩৫:৪৮
ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রানভীরে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও ১১ জন।
মুম্বাইয়ের অদূরে নৌসেনার ডকইয়ার্ডে এই বিস্ফোরণ ঘটে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
এই খবরে বলা হয়, ওই যুদ্ধজাহাজের ভেতরে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই জাহাজের অন্য সেনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে জাহাজের খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনা তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে একটি অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটেছে। আইএনএস রানভীরে বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন তিন নৌসেনা।
‘জাহাজে থাকা অন্য সেনারা দ্রুত সাড়া দেন এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন’, বলা হয় বিবৃতিতে।
এ যুদ্ধজাহাজ ২০২১ সালের নভেম্বর থেকে ইস্টার্ন নেভাল কমান্ডের অধীনে ক্রস-কোস্ট অপারেশনে মোতায়েন ছিল।
সানবিডি/এনজে