আমিরাত-তুরস্ক ৪৭৪ কোটি ডলারের ‍মুদ্রা বিনিময় চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৯ ১৮:২৪:৫৬


সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক ৪৭৪ কোটি ডলার মুদ্রা বিনিময়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। তুরস্কের বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক এই ঘোষণা দিয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে তিন বছর সময়ে তুরস্ক ও আমিরাত ৬৫ বিলিয়ন তুর্কি লিরা ও ১৮ বিলিয়ন আমিরাতি দিরহাম বিনিময় করবে। এতে এই বিনিময় চুক্তির মেয়াদ আরও বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

বিনিময় চুক্তির ফলে তুরস্কের রিজার্ভ বাড়াতে সহযোগিতা করবে। তুরস্কের মুদ্রাস্ফীতি মোকাবিলা করতে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক উদ্যোগে বৈদেশিক রিজার্ভে টান পড়েছে।

টানা কয়েক বছর কূটনৈতিক সম্পর্কে উত্তেজনার পর দুই দেশ যখন সম্পর্কোন্নয়নের দিকে আগাচ্ছে তখন এই চুক্তি স্বাক্ষর হলো। লিবিয়া, আরব উপসাগরীয় দেশগুলো ও পূর্ব ভূমধ্যসাগরে বিরোধে তুরস্ক ও আমিরাত একে অপরের বিরোধী অবস্থানে ছিল।

গত মাসে আঙ্কারা সফর করে আবুধাবির প্রভাবশালী যুবরাজ। ২০১২ সালের পর এটিই ছিল তার তুরস্ক সফর। সাম্প্রতিক সময়ে তুরস্ক সফর করা শীর্ষ আমিরাতি কর্মকর্তাও ছিলেন তিনি।

সানবিডি/এনজে