ই-হোল্ডিং, ই-ট্রেড লাইসেন্সের জন্য তথ্য চেয়েছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০১-১৯ ১৮:৩৮:৩৭


অনলাইনে কর পরিশোধের সুবিধার্থে ই-হোল্ডিং নম্বর, ই-ট্রেড লাইসেন্স প্রদান সংক্রান্ত কাজ এবং যোগাযোগের জন্য মালিকদের কাছ থেকে তথ্য চেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে গুলশান নগরভবনে রাজস্ব সংক্রান্ত বিশেষ সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা বিষয়ে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকাধীন সব করদাতা-ব্যবসায়ী প্রতিষ্ঠানের হোল্ডিং মালিকদের জন্য জানানো হয়েছে, ডিএনসিসির এলাকাধীন বাড়ি-ঘর, অবকাঠামো, স্থাপনার হোল্ডিং কর ও ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ফি অনলাইনে পরিশোধের সুবিধার্থে ই-হোল্ডিং ই-ট্রেড লাইসেন্স দেওয়া হবে। তাই হোল্ডিং মালিকদের নাম, ই-মেইল, মোবাইল নম্বরের তথ্যাদি যোগাযোগের জন্য বিশেষভাবে প্রয়োজন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকাধীন হোল্ডিং মালিক, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের নির্দিষ্ট ছকে এ তথ্যাদি স্ব-স্ব অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করতে হবে। এ জন্য অঞ্চলভেদে ই-মেইল আইডি প্রকাশ করেছে ডিএনসিসি।

অঞ্চল ১ : to_z1@dncc.gov.bd, toz1.market@dncc.gov.bd, zeo-1@dncc.gov.bd, cro@dncc.gov.bd

অঞ্চল ২ : to_z2@dncc.gov.bd, toz2.market@dncc.gov.bd, zeo-2@dncc.gov.bd, cro@dncc.gov.bd

অঞ্চল ৩ : to_z3@dncc.gov.bd, toz3.market@dncc.gov.bd, zeo-3@dncc.gov.bd, cro@dncc.gov.bd

অঞ্চল ৪ : to_z4@dncc.gov.bd, toz4.market@dncc.gov.bd, zeo-4@dncc.gov.bd, cro@dncc.gov.bd

অঞ্চল ৫ : to_z5@dncc.gov.bd, toz5.market@dncc.gov.bd, zeo-5@dncc.gov.bd, cro@dncc.gov.bd

অঞ্চল ৬ : to_z6@dncc.gov.bd, toz6.market@dncc.gov.bd, zeo-6@dncc.gov.bd, cro@dncc.gov.bd

অঞ্চল ৭ : to_z7@dncc.gov.bd, toz7.market@dncc.gov.bd, zeo-7@dncc.gov.bd, cro@dncc.gov.bd

অঞ্চল ৮ : to_z8@dncc.gov.bd, toz8.market@dncc.gov.bd, zeo-8@dncc.gov.bd, cro@dncc.gov.bd

অঞ্চল ৯ : to_z9@dncc.gov.bd, toz9.market@dncc.gov.bd, zeo-9@dncc.gov.bd, cro@dncc.gov.bd

অঞ্চল : ১০ to_z10@dncc.gov.bd, toz10.market@dncc.gov.bd, zeo-10@dncc.gov.bd, cro@dncc.gov.bd

এএ