গেইনারের শীর্ষে বিএসআরএম লিমিটেড
প্রকাশ: ২০১৬-০২-১১ ১৯:০৭:৫৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড আজ বৃহস্পতিবার টপটেন গেইনারের নেতৃত্বে রয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৯ টাকা ২ পয়সা বা ২৫ দশমিক ০৯ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ১৪৫ টাকা ৬০ পয়সা দরে। এদিন ৬ হাজার ৩৮৪ বারে কোম্পানিটির ৪০ লাখ ৫৬ হাজার ৪৫৩ হাজারটি শেয়ার লেনদেন হয়।
প্রসঙ্গত, লিস্টিং রেগুলেশন অনুযায়ী একটি কোম্পানির শেয়ার দর প্রতিদিন সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত উঠানামা করতে পারে। কিন্তু গতকাল বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ফলে আজ এই কোম্পানির শেয়ার দরে কোনো ধরণের প্রাইস লিমিট ছিল না। এই দিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৯ টাকা ২ পয়সা বা ২৫ দশমিক ০৯ শতাংশ।
গতকাল বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্য ১০ শতাংশ বোনাস আর ৫ শতাংশ নগদ। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৮ পয়সা। নেট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৫৫ টাকা ২৮ পয়সা।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির প্রতিটি ইউনিটের দর বেড়েছে ১ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। এদিন ইউনিটটি সর্বশেষ লেনদেন হয় ১৯ টাকা ৯০ পয়সা দরে। আজ ফান্ডের ৪ লাখ ৩৮ হাজার ৫৫২টি ইউনিট ৩৫৬ বারে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড কোম্পানি লিমিটেডের ইউনিট দর বেড়েছে ১৮ টাকা ৮ পয়সা বা ৮ দশমিক ৭২ শতাংশ।
এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীন মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, বিএসআরএম স্টিলস লিমিটেড, অগ্রনী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আল-হাজ্ব টেক্সটাইল, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, জাহিন স্পিনিং এবং ডেল্টা স্পিনার্স লিমিটেড।
সানবিডি/ঢাকা/আহো